Regional political organizations
আঞ্চলিক রাজনৈতিক সংগঠন
GCC
- GCC এর পূর্নরূপ - Gulf Co-operation Council
- GCC প্রতিষ্ঠিত হয় - ২৫শে মে ১৯৮১
- GCC -এর সদস্য সংখ্যা - ৬টি (সৌদিআরব,কুয়েত,সংযুক্ত আরব আমিরাত,বাহরাইন,কাতার ও ওমান )
- GCC -এর সদর দপ্তর- রিয়াদ,সৌদিআরব
- GCC -এর মহাসচিব- লতিফ বিন রশিদ আল-জায়ানি,বাহরাইন
আরব লীগ
- আরবলীগ প্রতিষ্ঠিত হয় - ২২শে মার্চ ১৯৪৫ সালে
- আরবলীগের প্রতিষ্ঠাকালীন সদস্য - সৌদিআরব ,ইরাক,সিরিয়া ,মিশর,জর্ডান,ইয়েমেন ও লেবানন
- আরবলীগের বর্তমান সদস্য - ২২টি
- আরবলীগের সদর দপ্তর - কায়রো,মিশর
- আরবলীগের মহাসচিব - নাবিল আল আরবি
- আরবলীগ মিশরকে বহিস্কার করে - ১৯৭৯ সালে ( ইসরায়েলের সাথে ক্যাম্প ডেভিড চুক্তি করায় )
- আরবলীগের পর্যবেক্ষক দেশ - ভারত,ব্রাজিল,ইরিত্রিয়া ও ভেনেজুয়েলা
ইউরোপীয় ইউনিয়ন ( EU ):
- ইউরোপীয় দেশ সমূহের সর্ববৃহৎ অর্থনৈতিক জোটের নাম - ইউরোপীয় ইউনিয়ন ( EU )
- EU এর পুূর্ব নাম - EEC
- EU প্রতিষ্ঠিত হয় - ১ জানুয়ারি ১৯৫৮ সালে
- যে চুক্তির মাধ্যমে EU প্রতিষ্ঠিত হয় - প্যারিস চুক্তি,রোম চুক্তি,ম্যাসট্রিক্ট চুক্তি,লিসবন চুক্তি
- EU প্রতিষ্ঠাকালীন সদস্য - ১৫টি
- EU এর সদস্য - ২৭টি(উল্লেখ্য ব্রিটেন বেরিয়ে যাওয়ায়)
- EU এর সর্বশেষ সদস্য দেশ - ক্রোয়েশিয়া ( ১জুলাই ২০১৩)
- EU এর সদস্যভুক্ত দেশগুলো হল - ফ্রান্স,জার্মানি,ইতালি,স্পেন,পর্তুগাল,অস্ট্রিয়া, সুইজারল্যান্ড
গ্রিস,ডেনমার্ক,হাঙ্গেরি,সাইপ্রাস,এস্তোনিয়া,লিথুনিয়া,লাটভিয়া
মাল্টা,পোল্যান্ড,স্লোভাকিয়া,স্লোভানিয়া রোমানিয়া,
বুলগেরিয়া ও ক্রোয়েশিয়া
- EU এর সদর দপ্তর - ব্রাসেলস ,বেলজিয়াম
- EU এর একক মুদ্রার নাম - ইউরো
- ইউরো মুদ্রার জনক - রবার্ট ম্যান্ডেল
- EU এর একক মুদ্রা ইউরো চালু হয় - ১ই জানুয়ারী
- ১৯৯৯ সালে ইউরো মুদ্রা চালু হয় - ১১টি দেশে
- ইউরো মুদ্রা চালুকৃত সর্বশেষ দেশ - লাটভিয়া
- ইউরো মুদ্রা চালু নেই - ডেনমার্ক,সুইডেন,হাঙ্গেরি,চেক রিপাবলিক,লিথুনিয়া,রোমানিয়া , পোল্যান্ড ও বুলগেরিয়া
- ইউরো একক মুদ্রা হিসেবে চালু হয়- ১ মার্চ ২০০২ সালে
- ইউরোপীয় কেন্দ্রীয় ব্যংকের সদর দপ্তর - জার্মানির ফ্রাংকফুটে
- ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত একমাত্র এশীয় দেশ - সাইপ্রাস
আফ্রিকান ইউনিয়ন(AU)
- আফ্রিকান ইউনিয়নের পূর্ব নাম - ORGANIZATION OF AFRICAN UNITY
- নাম পরিবর্তন করে- AU রাখা হয় ৯ জুলাই ২০০২ সালে
- OAU প্রতিষ্ঠিত হয় - ২৫ মে ১৯৬৩ সালে
- OAU প্রতিষ্ঠাকালীন সদস্য - ৩২টি
- AU এর বর্তমান সদস্য - ৫৪টি
- AU এর সদর দপ্তর - আদ্দিস আবাবা, ইথিওপিয়া
- OAU এর সর্বশেষ দেশ - দক্ষিণ সুদান