International voluntary organizations


আন্তর্জাতিক সেচ্ছাসেবী সংস্থা


রেডক্রস
·         রেডক্রস হল – বিশ্ব মানবতার সেবায় নিয়োজিত আন্তর্জাতিক সংস্থা ।
·         রেডক্রস প্রতিষ্ঠিত হয় – ১৮৬৩ সালে
·         রেডক্রসের প্রতিষ্ঠাতা - হেনরি ডুনান্ট ( সুইজারল্যান্ড )
·         যে যুদ্ধের প্রেক্ষিতে রেডক্রস প্রতিষ্ঠিত হয় – সালফাবিনোর যুদ্ধ
·         রেডক্রস এর সদর দপ্তর – জেনেভায় ।
·         রেডক্রস এবং রেডক্রিসেন্টের সদস্য সংখ্যা – ১৮৮টি ( সর্বশেষ সাইপ্রাস )
·         প্রতিবছর রেডক্রস দিবস পালিত হয় – ৮মে
·         আন্তর্জাতিক রেডক্রস ও র রেডক্রিসেন্টের সভাপতি – তাদালারু কনোই ( জাপান )

রোটারি ইন্টারন্যাশনাল
·         রোটারি ইন্টারন্যাশনাল হল  - বিশ্বের ব্যবসায়ী শিল্পপতি ও বুদ্ধিজীবিদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমঝোতা সৃষটি এবং স্বার্থ সংরক্ষণের জন্য মানব কল্যানমুখী সমাজ উন্নয়ন মুলক সংস্থা
·         রোটারি ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠত হয় – ১৯০৫ সালে 
·         রোটারি ইন্টারন্যাশনাল এর সদর দপ্তর – শিকাগো , যুক্তরাষ্ট্র


লায়ন্স ক্লাব
·         লায়ন্স ক্লাব হল বিশ্বের ধনাঢ্য ব্যক্তিদের গঠত সমাজকল্যাণমূলক সংস্থা
·         লায়ন্স ক্লাব প্রতিষ্ঠিত হয় – ১৯১৭ সালে
·         লায়ন্স ক্লাবের প্রতিষ্ঠাতা – মেলভিন জোন্স ( যুক্তরাষ্ট্র )
·         লায়ন্স ক্লাব এর সদর দপ্তর – শিকাগো ( যুক্তরাষ্ট্র )

অরবিস
·         অরবিস ইন্টারন্যশনাল হল – একটি উরন্ত চক্ষু হাসপাতাল ।
·         অরবিস প্রতিষ্ঠিত হয় – ১৯৮২ সালে
·         অরবিস যে দেশের সংস্থা – যুক্তরাষ্ট্র
·         অরবিস এ পর্যন্ত বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করে ৯বার – ১৯৮৫ সালে , ১৯৯২ সালে, ১৯৯৬ সালে, ১৯৯৮ সালে, ১৯৯৯ সালে, ২০০০ সালে, ২০০২ সালে, ২০০৫ সালে, ২০০৯ সালে,
·         অরবিস এর চেয়ারম্যান – ক্যাথি স্প্যান ।
·         অরবিস এর প্রতিষ্ঠাতা – ডেভিড প্যাটোন ।
·         অরবিস এর সদর দপ্তর – নিউইয়র্ক , যুক্তরাষ্ট্র


কেয়ার
·         কেয়ার হল – যুক্তরাষ্ট্রের একটি সাহায্য সংস্থা ।
·         CARE এর পূর্ণরূপ - Co –operation for American Relief Everywhere.
·         CAREএর সদর দপ্তর - যুক্তরাষ্ট্র

পিসকোর
·         পিসকোর হলমার্কিন যুক্তরাষ্ট্রের একটি সংস্থা
·         পিসকোর সদর দপ্তরওয়াশিংটন , যুক্তরাষ্ট্র

অক্সফাম
·         অক্সফাম হলব্রিটিশ সেচ্ছাসেবী দাতব প্রতিষ্ঠান বাংলা দেশের মুক্তিযুদ্ধের সময় ( ১৯৭১ সালে ) বিদ্ধস্থ পরিবহন ব্যবস্থা পুন:স্থাপনে যথেষ্ঠ অবদান ‌রেখেছিল
·         অক্সফাম এর সদর দপ্তর – লন্ডন , যুক্তরাজ্য ।
·         অক্সফাম প্রতিষ্ঠিত হয় – ১৯৪২ সালে

ইউনিসেফ ( UNICEF )
·         UNICEF এর পূর্ণরূপ – United Nations International Children Emergency fund
·         ইউনিসেফ – জাতিসংঘ শিশু তহবিল
·         UNICEF প্রতিষ্ঠিত হয়১৯৪৬ সালে
·         UNICEF এর সদর দপ্তরনিউইয়র্ক , যুক্তরাষ্ট্র

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url