ঝুলছে ভাগ্য, নিজ দেশে ফিরে গেলেন টাইগারদের কোচ ডমিঙ্গো

                                                      

 বাংলাদেশ দলের প্রধান কোচের পদে রাসেল ডমিঙ্গো থাকবেন কিনা এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির হাতে নিজের ভাগ্য ঝুলিয়ে দক্ষিণ আফ্রিকায় ফিরে গেছেন ডমিঙ্গো।

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। তবে দ্বিতীয় টেস্টে ইনিংস ব্যবধানে হেরেছে টাইগাররা। এর ফলে ডমিঙ্গোর কোচের পদে থাকার সম্ভাবনাও ক্ষীণ হয়ে গেছে।

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভরাডুবির পর থেকে রাসেল ডমিঙ্গোকে নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে। সাকিব যোগাযোগ মাধ্যমে তাকে সরানোর দাবি উঠে। যা নিয়ে বিব্রত বিসিবিও।

আপাতত বাংলাদেশের সামনে আন্তর্জাতিক সিরিজ নেই। নিউজিল্যান্ড থেকে দেশে ফিরে বিপিএলে ব্যস্ত হয়ে পড়বে ক্রিকেটাররা। আগামী ২১ জানুয়ারি থেকে মাঠে গড়াবে বিপিএলের অষ্টম আসর।

বিপিএল শেষে আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে আসবে আফগানিস্তান। আসন্ন এই সিরিজেই ডমিঙ্গোর ভাগ্য নির্ধারণ হবে। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রধান কোচ হিসেবে ডমিঙ্গোকে দেখা যাবে কিনা সেটা সময়ই বলে দেবে।

ডমিঙ্গোকে প্রধান কোচের পদে দেখা যাবে কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নেবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। শিগগিরই এক বৈঠকে এ ব্যাপারে নেওয়া হবে সিদ্ধান্ত।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url