international agencies-general knowledge

ECO


  • ECO এর পূর্ণরূপ - Economic Co-operation Organization
  • ECO প্রতিষ্ঠিত হয় - ১৬ ফেব্রুয়ারী ১৯৯২ সাল
  • ECO এর সদস্য সংখ্যা - ১০টি ( ইরান , আফগানিস্তান ,পাকিস্তান , তুরস্ক , তুর্কমেনিস্তান , তাজকিস্তান , উজবেকিস্তান , কাজাকিস্তান ,কিরগিজস্তান , ও আজারবাইজান )
  • ECO এর সদর দপ্তর - তেহরান
  • ECO এর মহাসচিব - মোহাম্মদ ইয়াহিয়া মারুফী  

আসিয়ান  (ASEAN)


  •  ASEAN এর পূর্ণরূপ - Association Of South-East Asian Nation
  • ASEAN প্রতিষ্ঠিত হয় - ৮ আগস্ট ১৯৬৭ সালে
  • ASEAN এর সদস্য সংখ্যা - ১০টি ( ইন্দোনেশিয়া , মালেয়শিয়া , সিঙগাপুর , ফিলিপাইন , থাইল্যান্ড , ব্রুনাই, ভিয়েতনাম , লাওস , মায়ানমার ও কম্বোডিয়া
  • ASEAN এর সদর দপ্তর - জাকার্তায়
  • ASEAN এর পর্যবেক্ষক দেশ - পাপুয়া নিউগিনি
  • ASEAN এর সর্বশেষ সদস্য - কম্বোডিয়া
  • ASEAN এর নতুন সনদ গৃহীত হয় - ১৫ ডিসেম্বর ২০০৮ সালে 

বিমসটেক ( BIMSTEC )

  • BIMSTEC এর পূর্ণরূপ - Bay Of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co-operation
  • BIMSTEC এর পুর্ব নাম ছিল - BISTEC
  • BIMSTEC এর প্রতিষ্ঠাতা সদস্য - বাংলাদেশ , ভারত , থাইল্যান্ড ও শ্রীলংকা
  • BIMSTEC এর বর্তমান সদস্য সংখ্যা - ৭টি ( বাংলাদেশ , ভারত , থাইল্যান্ড , মায়ানমার , শ্রীলংকা , নেপাল ও ভুটান )
  • BIMSTEC এর সদর দপ্তর - ঢাকায়

BENFLUX


  • BENFLUX এর পূর্ণরূপ - Belgium ,Netherlands and Luxemburg Co-operation
  • BENFLUX গঠিত হয় - ১৯৫৮ সালে
  • BENFLUX এর সদস্য সংখ্যা - ৩টি ( বেলজিয়াম , নেদারল্যান্ড ও লুক্সেমবার্গ )
  • BENFLUX এর সদর দপ্তর - ব্রাসেলস , বেলজিয়াম     

সামরিক জোট


NATO 


  • NATO এর পূর্ণরূপ - North Atlantic Treaty Organizations
  • NATO প্রতিষ্ঠিত হয় - ৪ এপ্রিল ১৯৪৯ সালে
  • NATO এর প্রতিষ্ঠাতা সদস্য - ১২টি
  • NATO এর বর্তমান সদস্য সংখ্যা - ২৮টি ( যুক্তরাষ্ট্র , যুক্তরাজ্য , কানাডা , ফ্রান্স , ইতালি , বেলজিয়াম , ডেনমার্ক , গ্রিস , তুরস্ক , পর্তুগাল , আইসল্যান্ড , নরওয়ে , স্পেন , জার্মানি , পোল্যান্ড , হাঙ্গেরি , লিথুনিয়া , অ্যাস্তোনিয়া , ল্যাটভিয়া ,চেক প্রজাতন্ত্র , রোমানিয়া , বুলগেরিয়া , স্লোভাকিয়া , স্লোভেনিয়া , ক্রোয়েশিয়া , আলবেনিয়া )
  • NATO এর সর্বশেষ সদস্য - ২টি ( ক্রোয়েশিয়া ও আলবেনিয়া )
  • NATO এর সদর দপ্তর- ব্রাসেলসে
  • NATO এর সদর দপ্তর পূর্বে ছিল - প্যারিসে 

ANZUS


  •  ANZUS এর পূর্ণরূপ - Australia New-zealand and United States Defence Pact
  •  ANZUS প্রতিষ্ঠিত হয় - ১৯৫১ সালে
  • ANZUS এর সদস্য সংখ্যা - ৩টি ( অষ্ট্রেলিয়া , নিউজিল্যান্ড , যুক্তরাষ্ট্র )
  • ANZUS এর সদর দপ্তর- ক্যানবেরা , অষ্ট্রেলিয়া 

INTERPOL


  • INTERPOL এর পূর্ণরূপ - International Criminal Police Organization
  • INTERPOL প্রতিষ্ঠিত হয় - ১৯২৩ সালে
  • INTERPOL এর সদস্য সংখ্যা- ১৯০টি
  • INTERPOL এর সদর দপ্তর- প্যারিসের লিওতে
  • বাংলাদেশ INTERPOL এর সদস্যতা লাভ করে - ১৯৭৬ সালে
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url