General Knowledge About International Agencies

 আন্তর্জাতিক অর্থনৈতিক প্রতিষ্ঠান





এশীয় উন্নয়ন ব্যংক (ADB)

  • ADB এর পূর্ণরুপ - Asian Devlopment Bank
  • ADB প্রতিষ্ঠিত হয় - ১৯৬৬ সালে
  • ADB এর কার্যক্রম শুরু হয় - ১৯ ডিসেম্বর ১৯৬৬
  • ADB এর প্রতিষ্ঠাকালীন সদস্য - ৩১
  • ADB এর বর্তমান সদস্য দেশ - ৬৭ টি
  • ADB এর সর্বশেষ সদস্য দেশ - জর্জিয়া
  • ADB এর সদর দপ্তর - ম্যানিলা ( ফিলিপাইন )
  • বাংলাদেশ ADB এর সদস্য পদ লাভ করে - ১৯৭৩ সালে 


ইসলামী উন্নয়ন ব্যংক (  IDB )

  • IDB এর পূর্ণরুপ - Islamic Devlopment Bank
  • IDB প্রতিষ্ঠার সিদ্ধান্ত গৃহীত হয় - ১৯৭৩ সালের ডিসেম্বর মাসে
  • IDB এর কার্যক্রম শুরু হয় - ১৮ ডিসেম্বর ১৯৭৫ সালে
  • IDB লেনদেন শুরু হয় - জানুয়ারী ১৯৭৬ সালে
  • IDB এর প্রতিষ্ঠাকালীন সদস্য - ২২টি
  • IDB এর বর্তমান সদস্য দেশ - ৫৬টি
  • IDB এর সর্বশেষ সদস্য দেশ - নাইজেরিয়া
  • IDB এর সদর দপ্তর - জেদ্দা
  • IDB বাংলাদেশে কার্যক্রম শুরু করে - ১৯৮৩ সালে 

সার্ক ( SAARC )- (দক্ষিণ এশীয় সহযোগী উন্নয়ন সংস্থা)  South Asian Association for Regional Co-Operation


  • সার্ক গঠিত হয় - ৮ ডিসেম্বর ১৯৮৫ সালে
  • সার্কের প্রতিষ্ঠাকালীন সদস্য - ৭টি
  • সার্কের বর্তমান সদস্য - ৮টি ( বাংলাদেশ , ভারত , পাকিস্তান ,নেপাল ,ভূটান , মালদ্বীপ , শ্রীলংকা ,আফগানিস্তান )
  • সার্কের সর্বশেষ সদস্য - আফগানিস্তান 
  • সার্কের সদস্য পদের আগ্রহী দেশ - চীন , মায়ানমার , ইরান 
  • সার্কের পর্যবেক্ষক দেশ হতে আগ্রহী - রাশিয়া ও ইন্দোনেশিয়া 
  • সার্কের প্রথম চেয়ারম্যান - হুসেইন মুহম্মদ এরশাদ
  • সার্কের সচিবালয় অবস্থিত - কাঠমান্ডু ,নেপালে
  • সার্কের প্রথম মহাসচিব ছিলেন - আবুল আহসান 
  • সার্কের প্রথম সম্মেলন অনুষ্ঠত হয় - ৭-৮ ডিসেম্বর ১৯৮৫ সালে ঢাকায়
  • সার্কভুক্ত যে দেশে সার্কের সম্মেলন অনুষ্টিত হয়নি -  আফগানিস্তানে
  • সার্কের বানিজ্য চুক্তি  SAPTA স্বাক্ষরিত হয় - ১১ এপ্রিল ১৯৯৩ সালে 
  • SAPTA চুক্তি কার্যকরী হয় - ৮ ডিসেম্বর ১৯৯৫ সালে
  • SAFTA বা অবাধ মুক্ত বানিজ্য এলাকা চুক্তি স্বাক্ষরিত হয় - ৬ জানুয়ারী ২০০৪ সালে
  • SAFTA বা অবাধ মুক্ত বানিজ্য এলাকা চুক্তি কার্যকরী হয় - ১ জুলাই ২০০৬ সালে
  • সার্কভুক্ত যে দেশে শিক্ষার হার সবচেয়ে বেশী - মালদ্বীপ (৯৮.৪%)
  • সার্কভুক্ত যে দেশে শিক্ষার হার সবচেয়ে কম - আফগানিস্তান (৩১.৫%)
  • সার্কের মহাসচিব নির্বাচিত হয় - ৩ বছরের জন্য
  • সার্কভুক্ত যে দেশে মাথাপিছু আয়ের পরিমান সবচেয়ে বেশী - মালদ্বীপ
  • সার্কভুক্ত যে দেশে মাথাপিছু আয়ের পরিমান সবচেয়ে কম - নেপাল 
  • সার্কভুক্ত যে দেশে সামরিক বাহিনী নেই - মালদ্বীপ ও ভুটান
  • সার্কভুক্ত স্থলবেষ্টিত রাষ্ট্র - নেপাল , ভুটান , আফগানিস্তান
  • সার্কের সহযোগিতার ক্ষেত্র - ১৩টি
  • সার্কভুক্ত যে দেশের প্রধানের উপাধি রাজা - ভুটান
  • সার্ক ডেভেলাপমেন্ট ফান্ড ( SDF ) যাত্রা শুরু করে - ২৮ এপ্রিল ২০১০ সালে
  • সার্কভুক্ত দেশসমূহের বিশ্ববিদ্যালয় অবস্থিত যে দেশে - সাউথ এশিয়ান বিশ্ববিদ্যালয় ( নয়াদিল্লী, ভারত )

সার্ক ঘোষিত বর্ষ


  • ১৯৯২ - সার্ক পরিবেশ বর্ষ 
  • ১৯৯৫ - সার্ক দারীদ্র্য দূরীকরণ বর্ষ 
  • ১৯৯৬ -  সার্ক সাক্ষরতা বর্ষ 
  • ১৯৯৯ -  সার্ক জীব বৈচিত্র্য বর্ষ 
  • ২০০২ -  সার্ক পরিবেশ যুবকদের অংশগ্রহন  বর্ষ 
  • ২০০৪ -  টিভি ও এইডস্ সচেতনতা বর্ষ 
  • ২০০৬ - দক্ষিণ এশিয়া ট্যুরিজম বর্ষ
  • ২০০৭ - সবুজ দক্ষিণ এশিয়া বর্ষ
  • ২০০৮ - সার্ক সুশাষন বর্ষ  

সার্ক ঘোষিত দশক 

  • ১৯৯১ -২০০০ :- সার্ক কন্যা দশক
  • ২০০১ - ২০১০:- শিশু অধিকার দশক
  • ২০০৬ - ২০১৫:- সার্ক দারিদ্র্য বিমোচন দশক
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url