Famous and Featured personalities of the world


বিশ্বের আলোচিত ও বিখ্যাত ব্যক্তিত্ত্ব




1.       বিশ্বের ইতিহাসের সবচেয়ে দীর্ঘ মেয়াদের প্রধানমন্ত্রী ছিলেন – মাহাথির মোহাম্মদ, (২২ বছর), স্যার রবার্ট ওয়ালপোল , ২০ বছর (৪ এপ্রিল ১৭২১-১১ ফেব্রুয়ারী ১৭৪১)

2.       ওয়াটার গেট কেলেংকারির সাথে জড়িত মার্কিন যে প্রেসিডেন্ট – রিচার্ড নিক্সন
 ( ৩৭ তম প্রেসিডেন্ট )

3.       বাংলাদেশে আগমনকারী প্রথম মার্কিন প্রেসিডেন্ট – বিল ক্লিনটন

4.       ডেটন চুক্তির মধ্যস্থতাকারী – মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন

5.       ডেটন চুক্তির মাধ্যমে যে সংকটের অবসান ঘটে – বসনিয়া সংকট

6.       গ্লাসনস্ত কথাটির অর্থ – মুক্ত আলোচনা

7.       রাশিয়ার যে প্রসিডেন্ট দেশে অবাধে জমি কেনা বেচার অনুমোদন দিয়ে ফরমান জারি করেন – গর্বাচেভ

8.       চৌদ্দ দফার জন্য বিখ্যাত যে মার্কিন প্রেসিডেন্ট – উড্রো উইলসন

9.       প্রথম বিশ্বযুদ্ধের সময় মার্কিন প্রেসিডেন্ট - উড্রো উইলসন

10.   এডলফ হিটলার জার্মানির চ্যান্সেলর হন – ৩০ জানুয়ারী ১৯৩৩ সালে

11.   এডলফ হিটলার জন্মগ্রহন করেন – ২০ এপ্রিল ১৮৮৯(ব্রানাউ,অস্ট্রিয়া)

12.   এডলফ হিটলার আত্মহত্যা করেন – ৩০ এপ্রিল ১৯৪৫

13.   এডলফ হিটলার যে কারণে বেশি নিন্দিত – ইহুদী গনহত্যার জন্য

14.   এডলফ হিটলার এর ভয়ংকর বাহিনীর নাম ছিল – নাৎসী বাহিনী

15.   ‘যুদ্ধই জীবন,যুদ্ধই সর্বজনীন – হিটলার

16.   হিটলারের রচিত গ্রন্থ – Mein Kampf (My Struggle)

17.   তোমরা আমাকে একটি শিক্ষিত মা দাও আমি তোমাদের একটি শিক্ষিত জাতি
 উপহার দিব – নেপোলিয়ন


18.   নেপোলিয়ন যে দেশের রাজা ছিলেন – ফ্রান্স

19.   নেপোলিয়ন এর জন্ম – ১৫ই আগস্ট ১৭৬৯

20.   নেপোলিয়নকে যে দ্বীপে নির্বাসন দেওয়া হয়েছিল – এলবা দ্বীপে এবং সেন্ট হেলেনা দ্বীপে

21.   যে মার্কিন প্রেসিডেন্ট হোয়াইট হাউজে বসবাস করেননি – জর্জ ওয়াশিংটন

22.   যুক্তরাষ্ট্রের ক্রীতদাস প্রথা বিনুপ্ত করেন – আব্রাহাম লিংকন (১৬তম প্রেসিডেন্ট)

23.   আব্রাহাম লিংকন যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধ বন্ধ করেন – ১৮৬৫ সালে

24.   জার্মান রাজ্যের প্রতিষ্ঠাতা – বিসমার্ক

25.   মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকার যে পত্রিকায় সম্পাদনা করতেন – দি ক্রনিকেল

26.   মহাত্মা গান্ধী রচিত গ্রন্থ – “The Story of My Experiments With Truth”

27.   মহাত্মা গান্ধী ইংরেজদের বিরুদ্ধে যে আন্দোলন করেছিল – সত্যাগ্রহ, অহিংস আন্দোলন

28.   যে রাজনীতিবিদ সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন – উইনস্টন চার্চিল (দ্বিতীয় বিশ্বযুদ্ধচলাকালীন ব্রিটেনের প্রধানমন্ত্রী)

29.   উইনস্টন চার্চিল রচিত গ্রন্থ – “History of Second World War”

30.   দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা – মোহাম্মদ আলী জিন্নাহ

31.   রোম–বার্লিন অক্ষ চুক্তি করেন ইতালির যে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী – মুসোলীনি

32.   জোট নিরপেক্ষ আন্দোলনের অন্যতম প্রধান – মোসেফ জোসেফ টিটো

33.   প্রথম “পঞ্চশীলা নীতি” প্রবর্তন করেন – আহমেদ সুকর্ণ

34.   ওআইসির প্রথম মহাসচিবের নাম- টেঙ্কু আব্দুর রহমান

35.   ম্যাদিবা যে বিখ্যাত ব্যক্তির ডাকনাম – নেলসন ম্যান্ডেলা

36.   নেলসন ম্যান্ডেলার রাজনৈতিক দলের নাম – আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস

37.   “গেরিলা ওয়ারফেয়ার” এর রচয়িতা – চে গুয়েভারা 

38.   রাষ্ট্রপ্রধান না হয়েও যে ব্যক্তি রাষ্ট্রপ্রধান ছিলেন – ইয়াসির আরাফাত

39.   রাশিয়ার বলশেভিক বিপ্লবের নেতা- ভ্লাদিমির লেলিন

40.   লেলিন রচিত গ্রন্থ – “The State and Revoulation”

41.   মহামন্দা মোকাবিলার জন্য যে নিউ ডিল ব্যবস্থা প্রবর্তন করেন – ফ্রান্কলিন রুজভেল্ট

42.   মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট ১২ বছর ক্ষমতায় ছিলেল - ফ্রান্কলিন রুজভেল্ট

43.   হোলোডোমোর যে দেশে সংগঠিত দুর্ভিক্ষ – সোভিয়েত ইউনিয়ন

44.   “পঞ্চবার্ষিকি পরিকল্পনার” প্রবর্তক – যোসেফ স্টালিন

45.   গ্রেট পারজ বা গ্রেট টেরর – যোসেফ স্টালিন কতৃক পরিচালিত দমননীতি

46.   যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট – বারাক ওবামা

47.   বারাক ওবামা রচিত উল্লেখযোগ্য গ্রন্থ- দ্যা অডাসিটি অব হোপ , ড্রিমস ফ্রম মাই মাদার, ইট টেক্স এ ন্যাশন

48.   ওবামার পৈতৃক নিবাস – কেনিয়ার কুগিলো গ্রামে

49.   বারাক ওবামা যে অঙ্গরাজ্যের সিনেটর – ইলিনয়

50.   বারাক ওবামা শান্তিতে নোবেল পান – ২০০৯ সালে যুক্তরাষ্ট্রের ৪র্থ প্রেসিডেন্ট হিসেবে



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url